ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহি খাঁন (২৪) নামের সিলেটের আম্বরখানা এলাকার এক যুবক নিহত হয়েছেন। সে নগরীর আম্বরখানা বড়বাড়ির (বর্তমানে জালালাবাদ আবাসিক এলাকা) বাসিন্দা ব্যবসায়ী এনায়েত খাঁন বাদলের একমাত্র ছেলে।
সোমবার (১৪) সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঘুরে মাহিসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সিলেটে যাচ্ছিলেন। পথে গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত মাহি খাঁনের পারিবারিক সূত্রে জানা যায়, মাহি প্রায়ই রোড-শো করে বন্ধুবান্ধবসহ বিভিন্ন জেলা ইতোমধ্যে সফর করেছে। সে মদনমোহন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। তার অকাল মৃত্যুতে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন সহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন