সিরাজগঞ্জ শহরে বাসচাপায় এক সিএনজিচালক নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) ভোরে শহরের মিরপুর কাটা ওয়াবদা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী (৪৫) সদর উপজেলার দুখিয়াবাড়ি গ্রামের মাজেম আলীর ছেলে।
সদর থানার এসআই আব্দুল আলিম জানান, সিএনজিচালক হাসেম দুখিয়াবাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। পথে পাবনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সিএনজিটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক হাসেম আলীর মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন