নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় ২ মটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জামতলী – বামিহাল সড়কের বিনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পিপুলশন গ্রামের দুদু প্রাং এর পুত্র সবুজ (৩০) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সুলতানের পুত্র গিয়াস (৩২)।
রবিবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও ডাইভার কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
জানা যায়, বন্ধু সবুজের বাড়িতে বেড়াতে আসে গিয়াস। পরে মটর সাইকেল যোগে বেড়ানোর পর নিজ বাড়ীতে ফেরার পথে বিনগ্রাম এলাকায় পৌছলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন মারা যান। অপর আহত রায়হানকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ওসি নুরে আলম সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন