সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় আফসানা আক্তার নামের এক নারী আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য নিহত হয়েছেন। তিনি বরিশাল জেলার কাউনিয়া উপজেলার হবিনগর এলাকার আব্দুল করিম খানের মেয়ে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজধানীর মিরপুর-১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন-১১) কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরায় ডিউটি শেষে স্বামী মো. শহিদুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশে রওনা হন আফসানা।
বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আফসানা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।