মাদারীপুরের শিবচরে নসিমন উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন- মো. ইলিয়াস আকন (৫২) ও লোকমান মাতুব্বর (৩৫)। গুরুতর আহত তিনজন হলেন- মো. রফিক (৩০), সোহেল (৩০) ও কালু (৪০)।
শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, সন্ধ্যার দিকে দত্তপাড়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ১৭ জন নির্মাণশ্রমিক। হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজা পার হয়ে আন্ডারপাসের কাছাকাছি এলাকায় একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শিবচর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) জাকির হোসেন বলেন, আহতদের মধ্যে দুজন মারা গেছেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।