শরীয়তপুরের সদর উপজেলার ডোমসার ইউনিয়নে বাসের ধাক্কায় মফিজ হাওলাদার (৫০) নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ডোমসার স্ট্যান্ডে রহমান মোল্লার বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে নিয়ে চালক পালিয়েছেন।
নিহত মফিজ হাওলাদার সদর উপজেলার চরচিকন্দি গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।
আহতরা হলেন-ওই গ্রামের সাগর আকন (১৮), সোবাহান মাদবর (৫০), জাজিরা উপজেলার শাহিন শেখ (৩৮), ভেদরগঞ্জ উপজেলার সাজনপুরের আনিছ উদ্দিন ছৈয়াল (৬০) ও গোসাইরহাট উপজেলার ধীপুরের রাসেল ব্যাপারী (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শরীয়তপুর সদর থেকে জাজিরা মঙ্গলমাঝির ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। পথে নসিমনকে (ইঞ্জিনচালিত ক্ষুদ্র যান) পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মফিজ। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।