লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দ্রুতগামী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন। রবিবার সকালে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চরপাতা মোস্তফার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জলার কমল নগর উপজেলার চর লরেঞ্চ গ্রামের মৃত আব্দুস শহীদ ও নূর জাহান বেগমের দ্বিতীয় সন্তান। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে নিহত যুবক ও আহত ৪ জন চাঁদপুর থেকে সিএনজি যোগে বাড়িতে আসছিলেন। রায়পুর চরপাতা গ্রামের মোস্তফার দোকানের সামনে আসলে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। চালকসহ আহত অন্য চর যাত্রীকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর জেলা হাইওয়ে পুলিশ জানান, পরিবারের আপত্তিতে ময়নাতদন্তর ছাড়াই জাহাঙ্গীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সিএনজি ও ট্রাক থানায় আটক রাখা হয়েছে। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।