English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত

- Advertisements -

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ মে) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার শহীদ ফিরোজ চত্ত্বরে বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বসা ধানের হাটে ঢুকে পড়লে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার ইসরাইল হক (৪৫) এবং একই এলাকার মো. রনি (২০)। ইসরাইল হাটে ধান নিয়ে গিয়েছিলেন। আর রনি ভ্যানচালক। দুইজনই ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক খাম্বা এবং মাটি কাটা স্কেভেটর যন্ত্র বহন করা হয়। গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল। এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি সড়কের ওপর বসা ধানের হাটে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে দুইজন নিহত এবং ১৪-১৫ জন আহত হন। ট্রাকটি ব্রেক ফেল করেছিল।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ট্রাকটি একটি এক্সেভেটর মেশিন নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিলো। শহীদ ফিরোজ চত্ত্বরে বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দুইজনকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন