রাজশাহীতে ট্রাক চাপায় মাহবুব আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব পাবনার ঈশ্বরদী উপজেলার বাগরুল গ্রামের ওমেজ আলীর ছেলে।
এ ঘটনায় ট্রাকচালক মোহন হোসেনকে (৪২) আটক করা হয়েছে। চালক মোহন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। ট্রাকটিও জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগরীর চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক ব্রজ গোপাল কর্মকার।
তিনি জানান, রেলওয়ে ভবনের উত্তর পাশে শিরোইল কলোনি রোড দিয়ে মাহবুব আলম বাইসাইকেলে যাচ্ছিলেন। এসময় সার ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।
এ ঘটনায় শনিবার দুপুরে নিহতের পিতা ওমেজ আলী ট্রাকচালক মোহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন