রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় আহত স্বপ্না (১২) মারা গেছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানিয়েছে, বাসে হকারি করতো স্বপ্না। বুধবার রাতে বাড্ডার গোদারাঘাট পুলিশ বক্সের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসার খরচ না থাকায় তাকে বাসায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে আবার তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।