রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ি চাপায় তাজুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। একদিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসছিলেন তিনি।
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে কাউনিয়ার রাজেন্দ্র বাজার এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত তাজুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের পুত্র। তিনি পীরগাছা থাকায় কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, পীরগাছা কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার নিজ বাড়ি কুড়িগ্রামে যান তাজুল। তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। রবিবার সকালে মটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।