হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শিপন খান মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার (৭ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলায় যাওয়ার পথে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে একটি পিকআপ তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই শিপন খান মারা যান। এ সময় তার দুই সঙ্গী গুরুতর আহত হন।
জানা যায়, চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শিপন খান ও আরও দুইজন মাধবপুরে যাওয়ার পথে তাদের মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। বেলা দেড়টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান গেটের সামনে ঘটা এ দুর্ঘটনায় শিপন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ও বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করেন এবং নিহতের লাশ উদ্ধার করেন। তবে পিকআপের চালক পালিয়ে যান।
নিহত শিপন পৌর শহরের বড়াইল এলাকার বাসিন্দা। নিহতের পিতা-মাতা ছাড়াও দুই বোন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শিপনের মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুনারুঘাট-মাধবপুর আসনের সাংসদ এবং বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।