ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে বিথী নামে (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এসময় একই পরিবারের শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন।
নিহত বিথী আক্তার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের গোয়ালজান গ্রামের সোহেল রানার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, মাজার থেকে ফেরার পথে ফলসাটিয়া এলাকায় বাসের সাথে সংর্ঘষ হয়। এতে গুরতর আহত অবস্থায় বিথীকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানান, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।