মাদারীপুরের রাজৈরে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজৈর উপজেলার কালিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম-পরিচয় মেলেনি। এছাড়া আহতদের মধ্যথেকে গুরুতর অবস্থায় পাঁচ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।
ওসি শেখ সাদী জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকায় বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় অজ্ঞাত (৩২) এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের ১৫ জন যাত্রী।
এদের মধ্যে মারাত্মক আহত হনুফা বেগম (৩০) তার মেয়ে তানিয়া আক্তার (১০), সুমন শেখ (৩০), তাপস পাল (৩০) ও তপন কর্মকারকে (৫৮) রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের প্রায় সবার বাড়ি বরিশাল জেলায়।
ওসি শেখ সাদী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন