মাগুরায় সড়ক দুর্ঘটনায় জুলেখা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত ও অপর চারজন আহত হয়েছে। নিহত গৃহবধূ সদরের হাজীপুর ইউনিয়নের লক্ষীকোল গ্রামের কামরুল ইসলামে স্ত্রী।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, আজ সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহন ঝিনাইদহমুখী একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় সিএনজিতে থাকা যাত্রী জুলেখা খাতুন (৪০), আশরাফুল (৩৩), বেলায়েত (৫৫), রুমানা (২৫) ও মনিরা (৪০) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় জুলেখার মৃত্যু হয়। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন