মঙ্গলবার (৩ মে) ঈদের দিন থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত তিনদিনে সড়ক দুর্ঘটনায় ৪৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক। এদের মধ্যে সবচেয়ে বেশি ঈদের দিন ১৮ জন, ঈদের দ্বিতীয় দিন ১৫ জন ও তৃতীয় দিন ১২ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এসব দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই ঈদে ঘুরতে বের হয়েছিলেন। বাস, পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা
কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হন।
মঙ্গলবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-মাধাইয়া এলাকার সোহেল (২৫), মাখাইয়ায় এলাকার নাজমা বেগম (৪৬) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে মঞ্জুরুল হক তালুকদার (৩৫)।
টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ মে) বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহিদুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। মঙ্গলবার (৩) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার সরুন্ডি এলাকার মহিদুর রহমান বাসিন্দা।
মাদারীপুর
মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মে) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে। সে টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার স্বরমঙ্গল গ্রামে বসবাস করে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মেহেদি হাসান (১৭)। সে উপজেলার পাড়িল গ্রামের আবু বক্কারের ছেলে।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাইক্রোবাসচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় ওই ঘটনা ঘটে।
গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের পৃথক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) বিকেল ৪টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামের শরিফ হোসেন (২৮) ও সাথী আক্তার। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুইজন।
গাইবান্ধা
ঈদের দিন গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ানের শরিফ উদ্দিনের ছেলে আহসান হাবীব (২২) এবং সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আহসান হাবীবের ছেলে লাবণ্য (১৮)।
মঙ্গলবার (৩ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৪ মে) বিকেল সাড়ে ৪টায় শহরের সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মাথায় গাছের ডাল পড়ে কৌশিক আলম খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার চাচাতো ভাই।
বুধবার (৪ মে) বিকেল ৪টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের অদূরে একটি কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন-ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। ছেয়াদুল তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
মাদারীপুর
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের মোল্লাকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে আমির শেখ (৩৫) ও একই উপজেলার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে শান্ত তপাদার (২৩)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৪ মে) রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোর
যশোরের চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদদুইনপুর সীমানা এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
তারা হলেন-চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিনুর রহমান (২২) ও একই গ্রামের বাবর আলীর ছেলে সাগর হোসেন (১৮)।
বুধবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার ইলিশমারী এলাকায় চৌগাছা-বিদ্যাধরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরা উপজেলার রুববাবুর হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আইয়ূব মাহমুদ নয়ন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকায় প্রেস’র ব্যবসা করতেন। মঙ্গলবার (৩ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাবনা
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৭টায় লালন শাহ সেতু সংযোগ সড়কের চাঁদ আলী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-ঈশ্বরদীর চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মোটরসাইকেল চালক মেহেদী হাসান ও ট্রাকের হেলপার (তার পরিচয় জানা যায়নি)।
ময়মনসিংহ
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পিকআপ চাপায় দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া শিবগঞ্জ সড়কের ছলির বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কিশোররা হলো-উপজেলার চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে আ. হান্নান (১৭) ও আলা উদ্দিনের ছেলে নয়ন (১৬)।
এর আগে সোমবার (২ মে) দিনগত রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় জাকারিয়া মিয়া (২০) নামের এক তরুণ মারা যান। তিনি নান্দাইল উপজেলার ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় হুমায়ুন শেখ (৩৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার সঙ্গে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় মামুন হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচা রিয়াজ হোসেন (৩৫) আহত হয়েছেন। তিনি হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সেলিম হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার হায়াতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার জগন্নাথপুর কলেজপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ঘুরতে বের হয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-আড়াইহাজার মহাসড়কের ব্রাহ্মন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লাদেন (২০) ও হৃদয় (২২)। তাদের বাড়ি নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় বলে জানা গেছে।
ঢাকা
ধামরাইয়ে মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরেক মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (৩ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরের নাম সিয়াম (১৭)। সে আশুলিয়া আউকপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।
রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে গাড়ির ধাক্কায় মো. আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আবু বক্কর সিদ্দিক বান্দরবান সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বুধবার (৪ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন-সিএনজি চালক মো. তৈয়ব আলী (৬৫) ও সিএনজি আরোহী মো. তাইফুর খন্দকার রাতুল (৪০)।
বৃহস্পতিবার (৫ মে) ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দীঘি এলাকায় সৌদিয়া পরিবহনের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে রনধীর বড়ুয়া (৬৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালকসহ তিনজন আহত হন।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর পৌনে ১২টার দিকে ফোর স্টার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।