English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক

- Advertisements -

বড়লেখায় কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সুলতানা বেগম (১৮) নামের এক কলেজ ছাত্রী গুরুত্বর আহত হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সুজানগর পাথরিয়া কলেজ গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুলতানা বেগম সুজানগর পাথরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার সুজানগর ইউনিয়নের তেরাকুঁড়ি গ্রামের লুৎফুর রহমানের মেয়ে।
সুজানগর পাথরিয়া কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, বেপরোয়া গাড়ী চালানোর কারণে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে এবং আমাদের ছাত্রী সুলতানা গুরুত্বর আহত হয়েছে। তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে সুলতানা বেগমের সাথে থাকা সুলতানা বেগমের চাচাতো ভাই জানান সুলতানার ডান পা ভেঙে গেছে, বাম পা এবং মাথায় প্রচন্ড চোট লেগেছে। বর্তমানে সুলতানা সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের ওটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ীটি (মাইক্রোবাস) পুলিশ হেফাজতে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন