মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের দক্ষিণবাজারে মোটরসাইকেলের ধাক্কায় রকিব আলী(৮০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২০) মার্চ দুপুর ১২ ঘটিকার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নিহত রকিব আলী বড়লেখা সদর ইউনিয়নের ডিমাইগ্রামের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিনের পিতা।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রকিব আলী গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় সময় বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার সানি ফার্মেসীর সম্মুখে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।