English

19 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
- Advertisement -

বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

- Advertisements -
নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি ট্রাকের চাকার নিচে পড়ে মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisements

নিহত শিক্ষার্থী শাকিল দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। সে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলটি ব্যাটারিচালিত একটি অটোর সঙ্গে ধাক্কা লেগে চলন্ত লরি ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন শাকিল।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দুর্গাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লরি ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন