English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ৭, ২০২৫
- Advertisement -

বরিশালে গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ আগুন

- Advertisements -

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) ইঞ্জিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকান্ডের পর থেকে প্রায় একঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন