ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।