English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ৩ যুবক নিহত

- Advertisements -

গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা আন্দি এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩), টাঙ্গাইল জেলার মধুপুর থানার চাকন্দ বীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন ৩০), টাঙ্গাইল জেলার সখিপুর থানার আন্দী এলাকায় সেকেন্দার আলী ছেলে জুয়েল মিয়া (৩২)।

নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছায়।

এ সময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোসলেম উদ্দিন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত জুয়েল মিয়াকে মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আজিজুল রহমান আহত হয়েছেন।

এসআই শহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক, সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন