রবিবার বেলা সাড়ে ১২ টায় বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে রংপুর থেকে বগুড়াগামী পাম তেলবাহী একটি ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ট-১৪-৮২৪২ উল্টে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানায় মহাসড়কে বড় গর্তের কারণে ট্রাকটি ব্রেক করলে সাথে সাথে উল্টে যায়। প্রাণ বাঁচাতে ট্রাকের কেবিন থেকে লাফিয়ে পড়লে সে ট্রাকের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় বগুড়া সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথ অভিযানে মহাসড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে ফেলে এবং লাশটি উদ্ধার করে নিয়ে যায়।