রাজধানীর মগবাজার থেকে মৌচাকের দিকে যাচ্ছিল দোতলা বাসটি। মগবাজার ওয়্যারলেসের কাছে যেতেই বিকট শব্দে বাসটির দ্বিতীয় তলা গিয়ে লাগে ফ্লাইওভারের ভিমে। সঙ্গে সঙ্গে ছাদের কিছু অংশ উড়ে যায়। থেমে যায় বাসটি। আহত হয় পাঁচ যাত্রী।
গতকাল রবিবার সন্ধ্যার এ ঘটনায় বাসের চালক আরিফ (২৮) ও হেলপার সেলিমকে (২৬) আটক করেছে রমনা থানা পুলিশ।
বাসের যাত্রী সাহিদা খান জানান, ছেলেকে নিয়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে শান্তিনগর যাওয়ার জন্য দোতলা বাসটিতে ওঠেন তিনি। তাঁরা বসেছিলেন দোতলায়; সামনের সিটে।
সাহিদা খান বলেন, ‘ঘটনার পর আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। নিজের মাথা ফেটে যায়। এই অবস্থায় ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি সে বাসের একটি সিটের ফাঁকায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
রমনা থানার এসআই রেজাউল করিম জানান, বাসের চালক একটি প্রাইভেট কারকে জায়গা দিতে গেলে দুর্ঘটনাটি ঘটে।