গাজীপুরে প্রাইভেটকারের চাপায় এক ভ্যানচালক নিহত ও এক পথচারী আহত হয়েছেন। নিহত ভ্যানচালক আমিন মিয়া (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নেয়ামতপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে উল্টো দিক থেকে বেকারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন, আহত হন এক পথচারী। আহত ব্যক্তিকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতেল পাঠানো হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।