নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে পাবনার চাটমোহর উপজেলায় ইট বোঝাই ট্রলির চাপায় এক আরোহী নিহত হয়েছেন। অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) উপজেলার টেবুনিয়া-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কে গুনাইগাছা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- ভাঙ্গুড়া উপজেলা কলকতি, ভাঙ্গুড়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে শহিদুল ইসলাম (৩২)। শহিদুল কলকতি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী (পিয়ন)। এছাড়া একই উপজেলার ভবানীপুর গ্রামের ইউসুব আলীর ছেলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন রহুল আমিনকে (২৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চাটমোহর থেকে নতুন মোটরসাইকেল কিনে শহিদুল ও রুহুল বাড়ি ফিরছিলেন। পথে গুনাইগাছা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় টলির নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শহিদুল ট্রলির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।
এ সময় মোটরসাইকেলের চালক রুহুল আমিনও গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।