নারায়ণগঞ্জের সদরে রেললাইনে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
রোববার সন্ধ্যায় শহরের ১নং রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শাহ জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টায় ১নং রেলগেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। প্রচন্ড যানজটের কারণে বাসটি আর সরতে পারেনি।
এ সময় ঢাকা থেকে আসা ট্রেনটি সেন্ট্রাল স্টেশনে প্রবেশের মুখে ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।