নাটোরের লালপুরের নুরুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় এসকেন্দার আলী (৭১) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে নুরুল্লাপুর মাদ্রাসা গেটের সামনে ঈশ্বরদী-লালপুর সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি।
রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল আরোহী ভাদুর বটতলা গ্রামের টিপু সুলতানের ছেলে মো. আনিছুর রহমান রকিও (২৫) আহত হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।