English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ ভ্যানযাত্রীর

- Advertisements -

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষে ২ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন। উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ২ জন হলেন ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ও উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ির গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)। এছাড়া গুরুতর আহত ভ্যানচালক একই গ্রামের মনির হোসেনের ছেলে আলতাফুর (৩০) আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে বীরগঞ্জ শহরে যাচ্ছিল। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের নামক স্থানে পৌঁছালে ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাচ্চু মিয়া মারা যান। স্থানীয়রা আব্দুল বাসেদ ও আলতাফুরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসকরা আব্দুল বাসেতকে মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম জানান, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পিয়াল এন্টারপ্রাইজের মালবাহী ঘাতক ট্রাককে (যশোর ট-১১-৫০৩৮) আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন