পঞ্চগড়ে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে ট্রাকের চাপায় ডলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কের সিঅ্যান্ডবি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত ডলি আক্তার আটোয়ারী উপজেলার কাটালী এলাকার হেলাল উদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ডলি আক্তার দাঁতের চিকিৎসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর আলীর মোটরসাইকেলে পঞ্চগড় শহরে আসছিলেন। সিঅ্যান্ডবি মোড়ে একটি ট্রাক পাশ কাটাতে তাদের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় চাপা পরে ঘটনাস্থলেই ডলি মারা যান। আহতাবস্থায় ইউপি চেয়ারম্যান ওমর আলীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহমেদ বলেন, ‘ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু হয়েছে।’