English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: হাসপাতালে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু

- Advertisements -

রংপুর-পীরগাছা সড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই সড়কের সরেয়ার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের নাম রাজা মিয়া (৪৬)। তিনি অটোরিকশা চালক। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী গ্রামে। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাদের সকলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌধুরাণী থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা রংপুরের দিকে যাচ্ছিল। সরেয়ারতল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রংপুর মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তারা চিকিৎসার জন্য একজন রোগীকে নিয়ে অটোরিকশা যোগে রংপুরে যাচ্ছিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন