English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালক কারাগারে

- Advertisements -

ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে জেলা প্রশাসকের (ডিসি) সরকারি গাড়িকে সজোরে ধাক্কা দেয় বিপরীতমুখী বেপরোয়া গতির একটি মালবাহী মাঝারি আকারের ট্রাক। এ ঘটনায় ট্রাকটির (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯) চালককে ছয় মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আসামিকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ডিসির গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ওই গাড়িতে ছিলেন।

কারাগারে পাঠানো ট্রাকচালক পারভেজ মোল্লা মাদারীপুরের শিবচরের বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। পারভেজ ন্যাশনাল পলিমার গ্রুপের মালপত্র ডেলিভারির কাজ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

জেলা প্রশাসক জানান, ওই সময় তিনি তাঁর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তাঁর দক্ষ চালকের চেষ্টায় বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন