ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে মাসুদ রেজা বসুনিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গুয়াগা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রেজা নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নতুন বাবু পাড়ার মৃত মশিউর রহমানের ছেলে। তিনি নীলফামারী বিআরটিএ অফিসের কর্মকর্তা।
জানা যায়, মাসুদ আজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হয়ে রানীশংকৈল উপজেলায় মামার বাসায় যাচ্ছিলেন। হঠাৎ করে তার প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।