English

25 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
- Advertisement -

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-হেলপার নিহত

- Advertisements -

দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই একটি ট্রাকের দুমড়ে মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার মাহাবুব হোসেন ও চালকের সহকারী (হেলপার) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আরিফ হোসেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিরামপুর থেকে আসা একটি পাথরবোঝাই একটি ট্রাক রাতে বিরামপুরের ঘোড়াঘাট এলাকায় রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। আর গুরুতর আহত হন চালক। এ অবস্থায় চালক মাহাবুবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এ দুর্ঘটনা ঘটে। গেটম্যানের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার পর থেকে গেটম্যান পলাতক।

দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করেছেন।

এদিকে দুর্ঘটনার কারণে রাতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার ওপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে দিনাজপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাথরসহ ট্রাকটি রাস্তা থেকে সরানো হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন