জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম।
নিহত মেহেদী হাসান হলো উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
ওসি সাকিউল আযম জানান, প্রায় নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন এলাকায় মাতাল হয়ে পড়ে থাকে ৩০ বছরের যুবক মেহেদী হাসান। তার ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেল গেটের ৫০০ গজ উপরে রেল লাইনে বসেছিল ওই যুবক। তখন রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় মেহেদী হাসান। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।