English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

চট্টগ্রামে বনভোজনের বাসচাপায় পথচারী নিহত, বাসচালক-শিক্ষার্থীসহ আহত ৬

- Advertisements -

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় বনভোজনের বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের চালক ও শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কলেজশিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক ও আঁখি।

জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থীদের নিয়ে বনভোজনে যাচ্ছিল।

দুর্ঘটনাকবলিত বাসে থাকা কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় আমরা ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে দুটি বাসে করে নারায়ণগঞ্জ থেকে রওনা দিই। প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার কথা। মিরসরাই উপজেলায় পৌঁছে সড়কের ওপরে উঠে যাওয়া এক পথচারীকে বাঁচানোর চেষ্টার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারান।

একপর্যায়ে বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে। সেই পথচারী বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের চালক ও আমাদের শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন বলেন, মিঠাছাড়া বাজার এলাকায় কলেজ শিক্ষার্থীদের বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে শুনে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন