চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনা তালুকোন্টা নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত। নিহতরা হলো- নগরের কোতোয়ালী থানার আসকার দীঘির পাড় এলাকার ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮) ও মো. আকবর (২৫)। ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে রেফার করা হয়। চমেক জরুরি বিভাগে আনার পর তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত আবদুল কাদেরকে চমেকের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।