শফিক আহমেদ সাজীব: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় এখনও পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।
মীরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। পর্যটকেরা খৈয়াছড়া ঝরণায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি।
মীরসরাই থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।