গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসচাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন, উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশু সন্তান নুর মোহাম্মদ কাজী।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মিরার স্বামী রফিক কাজী (৪০), তার মেয়ে (আড়াই) জামিলা ও ভাসুর রবিউল কাজীর মেয়ে শোভনকে (৪) আহতাবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) প্রকাশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন