গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা নিয়ে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে সানি (২৮) নামের এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু।
এরআগে দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেলসড়কের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী এলাকার আজিজুলের বাড়িতে ভাড়ায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সানি অটোরিকশায় যাত্রী নিয়ে বালীগাঁও মোড়লবাড়ি এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই ক্রসিং অতিক্রম করছিল। ওইসময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে গেলেও চালক সানি ক্রসিং থেকে অটোরিকশা সরানোর চেষ্টা করছিলেন। এসময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায়।