English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ফল ব্যবসায়ীর

- Advertisements -

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে মামুনুর রশিদ (২৩) নামক এক ফল ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোটের বান্নাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মামুন উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামের আবদুল গফুরের ছেলে। ফলব্যবসার পাশাপাশি তিনি মক্রবপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফল ব্যবসায়ী মামুনুর রশিদ বাড়ি থেকে মক্রবপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় রেল লাইনে উঠলে দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রেনের ধাক্কায় মামুনের মোটরসাইকটি রেললাইনের পাশে একটি গাছের উপরে ঝুলে থাকতে দেখা যায়।

লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল আলিম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের দাবি করায় আমরা তাদেরকে অনুমতি নিয়ে আসতে বলেছি। এডিএম কোর্ট থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে লাশ দাফন অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন