কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামগামী একটি মোটরসাইকেলে দু’জন আরোহী দ্রুতগতিতে চৌদ্দগ্রামের মিরশ্বানী এরাকায় পৌঁছালে পাশের সংযোগ সড়ক থেকে একটি মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে উঠার সময় মোটরবাইকটির সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় বাইক আরোহী দুজন ছিটকে মহাসড়কে পড়ে যায়। একপর্যায়ে পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, নিহত দু’জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ঢাকা থেকে চট্টগাম যাচ্ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করেছি এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।