কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় সৈয়দ আতিকুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার সৈয়দ আবু শাহিদের ছেলে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, আজ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার মন সন্তোষ এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার পারিবারিক সূত্র জানায়, কর্মস্থলের উদ্দেশ্যে তিনি মোটরসাইকেল যোগে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে যান। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ বাসায় নিয়ে যান তারা।
তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ বা স্থানীয়রা সেই বিষয়টি জানাতে পারেনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন