মৌলভীবাজারের কমলগঞ্জের যোগীবিল চৌমুহনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তাজ উদ্দীন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিৎরিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে। তিনি আরীনগর চা-বাগানের ফাঁড়ি বাগান সুনছড়ার একজন ব্যবসায়ী। গতকাল (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজ উদ্দীন তাঁর মোটরসাইকেল নিয়ে যোগীবিল গ্রামে যাচ্ছিলেন। যোগীবিল চৌমুহনা এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিহত তাজ উদ্দীনের চাচা সাইফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।