কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবদুল খালেক (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে অটোরিকশার অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে বদরখালী-মহেশখালী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত কিশোর খালেক মহেশখালী উপজেলার কালারমারছড়ার চালিয়াতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিকালে সিএনজি অটোরিকশা করে বাড়িতে যাচ্ছিলেন খালেক। তখন চকরিয়ামুখি একটি পিকআপ ব্রিজের ওপর অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় কিশোর আবদুল খালেক।
মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন