বগুড়ার ধুনট উপজেলায় ওএমএসের চাল ও আটা কিনতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় বুলি খাতুন (৪০) নামে এক অটো ভ্যানের যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে ধুনট-গোসাইবাড়ী সড়কের চান্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বুলি খাতুন (৪০) কাজিপুর উপজেলার হরিনাথপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আজগর আলীর মেয়ে।
এছাড়া এঘটনায় আহতরা হলেন, একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫০), মৃত আকবর আলীর স্ত্রী আলেয়া বেওয়া (৭০), উপহাস মিয়ার স্ত্রী সালেকা বেগম (৫০), জামাল উদ্দিনের মেরিনা খাতুন (৫০), মৃত কালু শেখের স্ত্রী বুলি বেওয়া (৬০)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, কাজিপুরের হরিনাথপুর এলাকা থেকে ছয়জন মহিলা সরকারি ওএমএসের চাল ও আটা কেনার উদ্দেশ্যে অটো ভ্যানযোগে ধুনট শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে চান্দারপাড়া এলাকায় একটি ট্রাক ওই ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুলি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত পাঁচ নারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।