সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো আটজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে পাবনা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী ভ্যানকে একটি বাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার পর বাবু (৪৫) নামের এক যাত্রীকে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান তিনি। বাবু উল্লাপাড়ার বড়হর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাকিম মন্ডলের ছেলে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই ভ্যানযাত্রীকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। তিনি জানান, এ ঘটনায় সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।