অনেক দিন পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নতুন একটি টেলিছবিতে কাজ করেছেন। নাম ‘মরোনাত্তম’। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। টেলিছবিটিতে শিক্ষক আজিজ চরিত্রে কাজ করেছেন ইলিয়াস কাঞ্চন।
এরইমধ্য টেলিছবিতে অভিনেতার লুক ফেসবুকে প্রকাশ করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে একেবারে অন্য এক ইলিয়াস কাঞ্চনকে।
ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে টেলিছবিটি। গল্পে দেখা যাবে এক অসহায় শিক্ষক আজিজ তার ছাত্রীকে ধর্ষণের বিচার চেয়ে তার গ্রামে বিচার না পেয়ে, ক্ষমতার কাছে পরাজিত হয়ে ঢাকা শহরে আসে।
কিন্তু কিছুতেই সাহস করে কিছু বলতে পারে না। এক তরুণ কবি তাকে বাড়িতে নিয়ে এসে সত্য কথাটা বের করে প্রচারের পরিকল্পণা করে। কিন্তু নিয়তির পরিহাসে ঘটে যায় অন্য ঘটনা। এভাবেই এগিয়ে যায় গল্প।
ইলিয়াস কাঞ্চন ছাড়াও টেলিছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মহিমা প্রমুখ।