চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই মিউজিশিয়ান নিহত হয়েছেন। তারা হলেন পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই মিউজিশিয়ান নিহত হয়েছেন। তারা হলেন পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। এদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন বিউটি, নন্দন চৌধুরী, পাপ্পু ও লুৎফর।
তারা একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির এসআই মোঃ ইসহাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘সোনাপাহাড় এলাকায় একটি লরি ইউ টার্ন করতে গিয়ে সামনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সঙ্গীত ও যন্ত্রশিল্পীদের বহনকারী মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়।’
ফায়ার সার্ভিস মিরসরাই স্টেশনের অফিসার জসীম উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পার্থ প্রতীম মারা যান। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে স্থানীয় মাস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
আহত বিউটি ও লুৎফরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।
বেতার টেলিভিশন সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের জানান, নিহতদের মধ্যে হানিফ অক্টোপ্যাড এবং পার্থ ড্রাম বাজাতেন।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়