রাত পৌঁণে ১০ টায় জেলা রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয়ী ঘোষণা করেন।
১৯৭০ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ডা. জাহিদুর রহমান নির্বাচিত হন। এরপর ১৯৭৩ সালের নির্বাচনে বিজয়ী হন তৎকালীন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হাসেম আলী খান জাহেদী। এই সংসদ ১৯৭৯ সাল পর্যন্ত কার্যকর ছিলো। এরপর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে সদর আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের। দীর্ঘ ৪৩ বছরেও এখানে আওয়ামী লীগ আর নির্বাচতি হতে পারেনি। তবে ২০০৮ সালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি (বর্তমানে প্রয়াত) আলহাজ মমতাজ উদ্দিন পেয়েছিলেন ৭৪ হাজার ৭০০ ভোট। এরপর আর ভোটের সংখ্যা বাড়েনি এই আসনে। সর্বশেষ ২০১৯ সালের উপনির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ৩২ হাজার ২৯৭ ভোট পেয়ে পরাজিত হন। ওই উপনির্বাচনে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।