‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’ কথা গুলো উপজেলা আইন-শৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভায় বলেছেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে আক্কেলপুর থানার আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা । অন্যাদের মধ্যে আক্কেলপুর থানার আইন-শৃক্সখলা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান রাহেল ইমাম, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, আ’লীগ নেতা আতিকুর রহমান মিঠু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
সভায় পুলিশ সুপার আরও বলেন, ‘আমি পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গিয়ে সকলের সাথে আইন শৃক্সখলা বিষয়ে আলোচনা করবো। পাশাপাশি সকলের প্রতি আইন-শৃক্সখলা নিশ্চিতকরণে সহায়তার জন্য আহব্বান জানান’।